09 May, 2011

কে বলে গো সেই প্রভাতে নেই আমি

আজ ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথের ১৫১তম জন্মদিন। আসুন তাঁরই একটি গান দিয়ে তাঁকে স্মরন করি।



হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে শুনুন "যখন পড়বে না মোর পায়ের চিনহ এই বাটে " । গানটি ভিডিওতে রুপান্তরিত করে  আপনাদের উপহার দেওয়া হল। আশা করি আপনাদের ভাল লাগবে। গানটি ইউট্যুবে আপলোডেড আছে (youtube.com/acm365). সেখানের মন্তব্যগুলো পড়লে বোঝা যায় , হেমন্ত'র কন্ঠে গানটি এবং ভিডিওগ্রাফী মিলে জনপ্রিয় হয়েছে। সকলেই পছন্দ করেছেন এবং মন্তব্যে তা ব্যক্ত করেছেন।


No comments:

Post a Comment