আজ ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথের ১৫১তম জন্মদিন। আসুন তাঁরই একটি গান দিয়ে তাঁকে স্মরন করি।
হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে শুনুন "যখন পড়বে না মোর পায়ের চিনহ এই বাটে " । গানটি ভিডিওতে রুপান্তরিত করে আপনাদের উপহার দেওয়া হল। আশা করি আপনাদের ভাল লাগবে। গানটি ইউট্যুবে আপলোডেড আছে (youtube.com/acm365). সেখানের মন্তব্যগুলো পড়লে বোঝা যায় , হেমন্ত'র কন্ঠে গানটি এবং ভিডিওগ্রাফী মিলে জনপ্রিয় হয়েছে। সকলেই পছন্দ করেছেন এবং মন্তব্যে তা ব্যক্ত করেছেন।
No comments:
Post a Comment